রহস্যে মোড়া যমজ বোনের গল্প নিয়ে তৈরি ‘ব্লার’, কেমন হল? পড়ুন রিভিউ…

 

blur-movie-review

 

ওটিটিতে মুক্তি পেয়েছে তাপসী পান্নুর তুন ছবি ‘ব্লার’।  রহস্য এবং ভয়ের মিশ্রণে তৈরি এই ছবি। অভিনেত্রী ও প্রযোজক দুটো ভূমিকাই এই ছবিতে পালন করছেন তাপসী। স্প্যানিশ ছবি ‘জুলিয়া’র আই’-এর অনুপ্রেরণায় ছবিটি তৈরি করেছেন পরিচালক অজয় বহেল। দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তাপসী। যদিও তাঁর সহ অভিনেতারাও সমান দক্ষতায় কাজ করেছেন।

 

এবার ছবির কাহিনীতে আসা যাক, ‘ব্লার’ ছবিতে যমজ বোন গৌতমী ও গায়েত্রী। গায়েত্রী পেশায় নৃতত্ত্ববিদ। আর গৌতমী সংগীতশিল্পী। চোখের সমস্যায় ভুগছে গায়েত্রী। সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে তাঁর। এই একই সমস্যা তার যমজ বোনেরও রয়েছে। একসময় বোন গৌতমীকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ঘাবড়ে যায় গায়েত্রী। স্বামীকে সঙ্গে নিয়ে গৌতমীর খোঁজ নিতে যায় সে। আর সেখানে ঘটে এক হাড়হিম করা ঘটনা। সেখানে বোনের মৃতদেহ দেখতে পায় গায়েত্রী। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে গৌতমী। কিন্তু গায়েত্রীর সন্দেহ করে, খুন হয়েছে তাঁর বোন। বোনের মৃত্যুর রহস্য ভেদ করতে মরিয়া হয়ে ওঠে সে তারপর গায়েত্রীর অসহায়তা, ভয় বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তাপসী। তেমনই তার বুদ্ধিমত্তাও প্রকাশ পেয়েছে ব্লার ছবিতে

 

অন্যদিকে, গায়েত্রীর স্বামীর চরিত্রে গুলশন দেবাইয়া ভালো অভিনয় করেছেনতবে অভিনয়ে নজর কেড়েছেন অভিলাষ থাপিয়াল। সবমিলিয়ে বেশ ভালো ছবি ‘ব্লার’।


Tags: Taapsee pannu, Blur movie, Taapsee pannu movies, Taapsee pannu pictures, Taapsee pannu instagram, zee5, movie review

Post a Comment

Previous Post Next Post