গতানুগতিক নরম চরিত্র থেকে একটু আলাদা শক্ত রাগী বদমেজাজি চরিত্র গুলি যিনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন তিনি হলেন বাংলাদেশের বর্তমান সময়ের এক উদীয়মান তারকা অভিনেত্রী শাবিলা নুর।তার বিষয়ে কিছু অজানা তথ্য নিয়ে আমরা হাজির হলাম আপনাদের সামনে...
Husband name of Sabnam Faria
: নেহাল সুনন্দ তাহের
Does sabnam smoke?
: না।
Does Sabnam Faria have child?
: না।
কিছু অজানা তথ্য:
বাংলা নাটকে অভিনয় করা অভিনেত্রীদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন রকম অভিনয় করেন বলতে যার নাম উঠে আসে তিনি হলেন শাবিলা নুর। একজন অভিনেত্রী হিসেবে অভিনয় টি কে তিনি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। যেখানে সাধারণত অভিনেত্রী দের নরম কোমল স্বভাবে অভিনয় করতে দেখা যায়, শাবিলা নুর একেবারে আলাদা। গরম শক্তি চরিত্র গুলিতে তাকে দেখা গিয়েছে। কখনো ছেলে দের কলার চেপে ধরছেন কখনো বা বখাটে দের শাসিয়ে বেড়াচ্ছেন।
সব মিলিয়ে তিনি নাটকের যে চরিত্রগুলি ফুটিয়ে তোলেন টা এককথায় অনন্য,অসাধারণ । তার মত চরিত্রগুলি অন্য অভিনেত্রী যে এত সহজে ফুটিয়ে তুলতে পারবেন না, তার বলার অপেক্ষা রাখেনা। এককথায় শাবিলা নুর বাংলাদেশের একজন উদীয়মান সফল অভিনেত্রী। কর্মজীবনের শুরু থেকে আজ পর্যন্ত কোনো সমালোচনা ছাড়াই কাজ করে চলেছেন।
Tags: shabila nur, shabila nur pic, shabila nur biography, shabila nur photography, shabila nur photo, shabila nur natok,shabila nur age,shabila nur height,শাবিলা নুরের জীবনী
Post a Comment